চিজের চাপায় ইটালিতে এক ব্যক্তি নিহত

টিবিএন ডেস্ক

আগস্ট ৭ ২০২৩, ২২:৩০

স্টোররুমে রাখা গ্রানা পাদানো চিজের সারি। ছবি: সংগৃহীত

স্টোররুমে রাখা গ্রানা পাদানো চিজের সারি। ছবি: সংগৃহীত

  • 0

ইটালির লোম্বার্দি অঞ্চলে চিজের চাপায় নিহত হয়েছেন এক ব্যক্তি। জাকোমো চাপ্পারিনি নামের ৭৪ বছর বয়সী ওই ব্যক্তি নিজ বাড়ির স্টোররুমে চিজের তাক ভেঙ্গে চাপা পড়েন।

বার্তা সংস্থা এএফপির বরাতে বিবিসি জানিয়েছে, রোববার এ দুর্ঘটনার ১২ ঘণ্টা পর চাপ্পারিনির দেহ খুঁজে পায় ফায়ারফাইটাররা। ওই তাক ভেঙ্গে পড়ার কারণে স্টোররুমের অসংখ্যা তাক ভেঙ্গে পড়ে ও চিজের চাকতি গড়িয়ে পড়ে।

যার নিচে চাপা পড়েন চাপ্পারিনি। চিজের একেকটি চাকতির ওজন ৪০ কেজি। কিছু কিছু চিজের চাকতি প্রায় ১০ মিটার উঁচু তাক থেকে গড়িয়ে পড়ে।

প্রতিবেশিরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান তারা সে সময় বিকট শব্দ শুনতে পাচ্ছিলেন।

মিলান শহর থেকে ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত রোমানো দি লোম্বার্দিয়ায় অবস্থিত চিজের স্টোরে গ্রানা পাদানো চিজের প্রায় ২৫ হাজার চাকতি রাখা ছিল।

পারমেসন চিজের মতো গ্রানা পাদানো চিজ বেশ শক্ত ও ইটালিতে অত্যন্ত জনপ্রিয়।

চিজের তাক ধসের ঘটনায় প্রায় ৭ মিলিয়ন ইউরোর ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এএফপি।


0 মন্তব্য

মন্তব্য করুন