সশস্ত্র গোষ্ঠীর হামলায় নাইজারের ১৭ সেনা নিহত

টিবিএন ডেস্ক

আগস্ট ১৬ ২০২৩, ১৪:০৫

সন্ত্রাসী হামলার শিকার নাইজারের সেনারা। প্রতীকী ছবি

সন্ত্রাসী হামলার শিকার নাইজারের সেনারা। প্রতীকী ছবি

  • 0

মালি সীমান্তের কাছে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নাইজারের অন্তত ১৭ সেনা প্রাণ হারিয়েছেন এবং আরও ২০ জন আহত হয়েছেন।

দেশটির ডিফেন্স মিনিস্ট্রি মঙ্গলবার জানায়, নাইজেরিয়ান সশস্ত্র বাহিনীর একটি দল (এফএএন) বনি ও তোরোদিতে যাওয়ার সময় কাউতুগু শহরের কাছে সন্ত্রাসী হামলার শিকার হয়।

সেনাবাহিনী জানায়, হামলা শেষে পালিয়ে যাওয়ার পথে তারা ১০০-এর বেশি হামলাকারীকে হত্যা করেছে।

মালি, উত্তর বুরকিনা ফাসো ও পশ্চিম নাইজার গত দশক থেকে আল-কায়েদা ও আইএসএলআই-এর সঙ্গে যুক্ত সাহেল অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার কেন্দ্র হয়ে উঠেছে।

সাহেলে সশস্ত্র গোষ্ঠীগুলোর বেড়ে চলা আক্রমণ মোকাবিলা করা নাইজারের পক্ষে বেশ কঠিন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এ সংকট মোকাবিলায় দেশটিকে মালি ও বুরকিনা ফাসোর মতো দেশগুলোর উপর নির্ভর করতে হতে পারে।

অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ২৬ জুলাই ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ওয়েস্ট আফ্রিকার তিনটি দেশে সামরিক অভ্যুত্থান হয়েছে। এর মধ্যে সবশেষ দেশ নাইজার।


0 মন্তব্য

মন্তব্য করুন