যৌন অপরাধে অভিযুক্ত অস্ট্রেলিয়ান চাইল্ড কেয়ার কর্মী

টিবিএন ডেস্ক

আগস্ট ১ ২০২৩, ১৫:০০

শিশুদের যৌন নির্নিযাতন ও পীড়ন করার ভিডিও ধারণ করত অভিযুক্ত। ছবি: সংগৃহীত

শিশুদের যৌন নির্নিযাতন ও পীড়ন করার ভিডিও ধারণ করত অভিযুক্ত। ছবি: সংগৃহীত

  • 0

অস্ট্রেলিয়ার একজন সাবেক চাইল্ড কেয়ার কর্মীর বিরুদ্ধে ৯১টি শিশুকে যৌন নির্যাতনের দায়ে ১৬২৩টি অভিযোগ আনা হয়েছে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) মঙ্গলবার জানিয়েছে, ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে ১৬২৩টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৩৬টি ধর্ষণের অভিযোগ, ১০ বছরেরও কম বয়সী শিশুদের সঙ্গে যৌন মিলনের ১১০টি অভিযোগ, চাইল্ড এক্সপ্লোয়েটেশন ম্যাটেরিয়াল তৈরির ৬১৩টি অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, ২০০৭ থেকে ২০০২২ সাল পর্যন্ত ভিন্ন ভিন্ন ১২টি চাইল্ড কেয়ার কেন্দ্রে এসব অপরাধ চালানো হয়েছে।

তিনি শিশুদের যৌন নিপীড়ন করার ভিডিও ধারণ করেছেন। পুলিশ জানিয়েছে, তারা রেকর্ড করা ভিডিওতে ৮৭টি অস্ট্রেলিয়ান শিশুকে চিহ্নিত করেছে। আর বাকি চারটি শিশুকে অন্য দেশের বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা বাকি চার শিশুর পরিচয় শনাক্তে তদন্ত করছেন।

২০১৪ সালে ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়া শিশু নিপীড়নের ছবি ও ভিডিওগুলো প্রকাশ করার পর থেকে তদন্তকারীরা ব্যক্তিটির সন্ধান করছিলেন।

এরপর ২০২২ সালের আগস্টে অভিযুক্তকে কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট থেকে গ্রেফতার করা হয়। তিনি এখন পুলিশের হেফাজতে রয়েছেন।

অভিযুক্তকে ২১ আগস্ট ব্রিসবেন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়ার কথা রয়েছে।

অভিযুক্তের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।


0 মন্তব্য

মন্তব্য করুন