১৮ মাস ধরে চলা রাশিয়া-ইউক্রেইন যুদ্ধে এটিই রাশিয়ান কোনো বাণিজ্যিক বন্দরে ইউক্রেইনের প্রথম হামলা।
নভোরোসিস্ক ব্ল্যাক সি-এর অন্যতম প্রধান রাশিয়ান বন্দর। সেখানে রাশিয়ার একটি নৌ ঘাঁটি, শিপইয়ার্ড ও একটি অয়েল টার্মিনাল রয়েছে। ব্ল্যাক সি দিয়ে রাশিয়ার পণ্য রফতানির গুরুত্বপূর্ণ বন্দর এটি।
ক্রিমিয়ার তীরেই নভোরোসিস্ক বন্দরের অবস্থান। ফলে ইউক্রেইনের ড্রোন হামলায় ওই শহরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার মিনিস্ট্রি অফ ডিফেন্সের দাবি, এরই মধ্যে তারা ইউক্রেইনের আরেকটি হামলা প্রতিহত করেছে ও অন্তত ১৩টি ড্রোন ভূপাতিত করেছে। নৌ ঘাঁটির টহল জাহাজগুলো ইউক্রেইনের দুটি সামুদ্রিক ড্রোন ধ্বংস করেছে।
নভোরোসিস্কের মেয়র আন্দ্রেই ক্র্যাভচেঙ্কো বলেছেন, ওলেনগোরস্কি গনিয়াক ও সুভোরোভেটস জাহাজের ক্রুরা তাৎক্ষনিকভাবে এই হামলা ঠেকাতে সক্রিয় হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কম হয়েছে।
ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ বলেন, ‘এই হামলায় এখনও কোনো হতাহতের খবর মেলেনি’।
বন্দরের অয়েল টার্মিনাল ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম জানিয়েছে, রাশিয়ান নৌবাহিনীর জাহাজগুলো সামুদ্রিক ড্রোনের আক্রমণ প্রতিহত করেছে। কিছু সময়ের জন্য ম্যারিটাইম-ট্র্যাফিক বন্ধ রাখা হয়েছিল। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।