পিএসজি ছেড়ে আল হিলালে নেইমার

টিবিএন ডেস্ক

আগস্ট ১৪ ২০২৩, ১৮:২৪

ব্রাজিলের জার্সিতে নেইমার। ফাইল ছবি

ব্রাজিলের জার্সিতে নেইমার। ফাইল ছবি

  • 0

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে সৌদি সুপার লিগের ক্লাব আল হিলালে পাড়ি জমাচ্ছেন নেইমার। সোমবার সৌদি ক্লাবটির সঙ্গে মেডিক্যাল সম্পন্ন করেছেন ব্রাজিলের এ সুপারস্টার ফরোয়ার্ড।

এক এক্স বার্তায় সোমবার বিকেলে ইউরোপিয়ান ট্র্যান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো নেইমারের পিএসজি থেকে আল হিলালে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোমানো জানিয়েছেন, আল হিলালে প্রাথমিকভাবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন নেইমার। পিএসজিকে ট্র্যান্সফার ফি বাবদ প্রায় ৯০ মিলিয়ন ইউরো দিতে হচ্ছে সৌদি ক্লাবটিকে।

চুক্তির বিস্তারিত প্রকাশ না করলেও, ফরাসি সংবাদমাধ্যমের দাবি বছর ৬০ মিলিয়ন ইউরো চুক্তিতে আল হিলালে যাচ্ছেন নেইমার। দুই বছরের সবমিলিয়ে ১৮০ মিলিয়ন ইউরো আয় করবেন এ তারকা।

২০১৭ সালে বার্সেলোনা থেকে বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে ভিড়িয়েছিল পিএসজি।

নেইমারকে দলে টানার মাধ্যমে চলতি মৌসুমে আইকন খেলোয়াড় সই করার প্রচেষ্টা সফল হলো আল হিলালের।

মৌসুমের শুরুতে লিওনেল মেসিকে দলে টানতে চেয়েছিল তারা। মেসি সৌদিতে না যেয়ে অ্যামেরিকার মেজর লিগ সকার (এমএলএস) বেছে নিয়েছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন