নিউ জার্সিতে ভবনের ছাদ ধসে নিহত ৪

টিবিএন ডেস্ক

আগস্ট ২ ২০২৩, ১১:০২

দোতলা ভবনটিতে আগুন লেগে এর ছাদ ধসে পড়েছে। ছবি: সংগৃহীত

দোতলা ভবনটিতে আগুন লেগে এর ছাদ ধসে পড়েছে। ছবি: সংগৃহীত

  • 0

নিউ জার্সির ওশেন কাউন্টিতে মঙ্গলবারে এক ভবনের ছাদ ধসে আগুন লেগে চারজন নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে লেসি টাউনশিপের লানোকা হারবার সেকশনের বাটনউড ড্রাইভের একটি দোতলা ভবনে আগুন লেগে ভবনের ছাদ ধসে পড়ে। এতে চারজন নিহত ও একজন আহত হন।

কর্মকর্তারা জানিয়েছেন, একজনকে উদ্ধার করার পরেও ভবনের ভেতরে চারজন আটকে ছিলেন। ফায়ারফাইটাররা উদ্ধারকাজ শুরু করলে পুরো ছাদ ধসে পড়ে। ফলে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। আগুনে ওই চারজন প্রাণ হারিয়েছেন। নিহত চারজনের মধ্যে রয়েছে এক শিশু।

আহতকে কমিউনিটি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

আগুন লাগার কারণ অনুসন্ধান চলছে।


0 মন্তব্য

মন্তব্য করুন