নিজেকে সরকারপ্রধান ঘোষণা করলেন নাইজারের জেনারেল

টিবিএন ডেস্ক

জুলাই ২৮ ২০২৩, ১৫:৪৯

জেনারেল আবদুরাহমানে চিয়ানি (বাঁয়ে) ও মোহাম্মদ বাজুম। ছবি: সংগৃহীত

জেনারেল আবদুরাহমানে চিয়ানি (বাঁয়ে) ও মোহাম্মদ বাজুম। ছবি: সংগৃহীত

  • 0

নাইজারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করার দুদিন পর দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান জেনারেল আবদুরাহমানে চিয়ানি নিজেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেছেন।

পশ্চিম অ্যাফ্রিকার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে শুক্রবার এক আনুষ্ঠানিক ঘোষণায় তিনি বলেন, ‘এখন আমিই ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ড অব দ্য হোমল্যান্ড থেকে প্রেসিডেন্ট।’

নাইজারের অভিজাত প্রেসিডেন্সিয়াল গার্ডের (পিজির) ৬২ বছর বয়সী জেনারেল চিয়ানি ঘোষণায় বলেছেন, ধীরে ধীরে দেশ অনিবার্য মৃত্যুর দিকে এগুচ্ছিল; সেই পরিস্থিতি এড়ানোর জন্য তার হস্তক্ষেপ জরুরি ছিল।

তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজুম নাইজারের মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন যে সবকিছু ঠিকঠাক চলছে, যেখানে বাস্তব চিত্র হলো, চারদিকে ছিল কেবল 'মৃত্যু, বাস্তুচ্যুত, অপমান ও হতাশার স্তূপ’।

চিয়ানি বলেন, ‘আমাদের অনেক ত্যাগ-তিতিক্ষা, বিসর্জন সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থা দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারেনি।’

দেশটিতে আবার কবে বেসামরিক নেতৃত্ব ফিরবে- সে বিষয়ে কিছু বলেননি জেনারেল চিয়ানি।

নাইজারের রাজধানী নিয়ামের প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়ার পর বুধবার তাকে ‘মুক্ত করতে অস্বীকার’ করে পিজি বাহিনীর জেনারেল চিয়ানির ইউনিট ।

প্রেসিডেন্সিয়াল গার্ডের অসন্তুষ্ট সদস্যরা একই সঙ্গে নিয়ামের প্রেসিডেন্ট বাসভবন ও অফিসগুলোতে তার প্রবেশ বন্ধ করে দেয়।

পিজি সদস্যদের অভ্যুত্থানের এই ঘটনা অ্যাফ্রিকা ও আন্তর্জাতিক নেতাদের কাছ থেকে নিন্দার ঝড় তোলে।

অবশ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজুম কোথায় আছেন বা তাকে এখনও আটক করে রাখা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।


0 মন্তব্য

মন্তব্য করুন